
ছবি: সংগৃহীত
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ভারী অস্ত্র ব্যবহার ঠিক হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
রোববার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, এতো মানুষ মারা যাওয়ার কথা না। আন্দোলনে পুলিশের ভূমিকা সঠিক ছিল না।
তিনি বলেন, গণমামলায় গণআসামি থাকবে না। যেসব বাদী মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। এ সময় মামলা এবং গ্রেফতার বাণিজ্য কিছু পুলিশ সদস্য জড়িত স্বীকার করে তিনি বলেন, এই অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
শেখ মো. সাজ্জাদ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা যেসব সাংবাদিকদের আসামি করা হয়েছে তদন্তে তারা বাদ পড়বেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।