
মিল্কভিটার মিরপুর কার্যালয়ে চাকরি স্থায়ী করণের দাবিতে আন্দোলনে নেমেছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা।
চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নেমেছেন মিল্কভিটার মিরপুর কার্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা।
রোববার (৮ ডিসেম্বর) তারা লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) এর মিরপুর কার্যালয়ে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ব্যানারে এ আন্দোলন শুরু করে।
এ আন্দোলন করছেন অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শ্রমিকরা। যারা দীর্ঘদিন ধরে স্থায়ী চাকরির জন্য দাবি জানিয়ে আসছিলেন।
শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহবায়ক আ ফ ম সামসুল আলম ফয়েজ ও সদস্য সচিব মো. আইয়ুব আলী শিকদারের স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিটি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় মিল্কভিটার প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক বরাবর প্রদান করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, মিল্কভিটা বর্তমানে তাদের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফলে নিট মুনাফা অর্জন করেছে। তবে দীর্ঘ ১৮ বছর ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
বিগত স্বৈরাচারি সরকার তাদের দাবি পূরণ করেনি। সে কারণে তারা বর্তমান সরকারের কাছে তাদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেয়ার আশা করছেন। শ্রমিকরা তাদের এ আন্দোলনে অবিচল থেকে মিল্কভিটায় চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে যাচ্ছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।