Apan Desh | আপন দেশ

‘বাজারে সয়াবিন তেলের সংকট আছে মনে করছি না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ৮ ডিসেম্বর ২০২৪

‘বাজারে সয়াবিন তেলের সংকট আছে মনে করছি না’

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাজারে সোয়াবিন তেলের সংকট আছে মনে করছি না। রোজায় যেন সমস্যা না হয় সেজন্য আমদানীকারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এলসি ইজি করা হয়েছে।

রোববার (০৮ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, কিছুদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। দুই একটি দোকানে মিললেও বাড়তি দামে কেনার অভিযোগ করেছেন ভোক্তারা।

এছাড়া বিক্রেতাদের দাবি, ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল বাজারে কম ছাড়ছে। এতে দেখা দিয়েছে সংকট।

এদিকে নির্বাচনের তারিখ নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

তিনি বলেন, আজকে মেটার সাথে মিটিং ছিল। উপদেষ্টা ওয়াহিদ উদ্দিনের বক্তব্য ব্যক্তিগত। নির্বাচনের তারিখ এখনও আসেনি।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়