Apan Desh | আপন দেশ

সীমান্তে বিজিবির শক্তি জোরদার, অপতৎপরতা রুখতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ৮ ডিসেম্বর ২০২৪

সীমান্তে বিজিবির শক্তি জোরদার, অপতৎপরতা রুখতে নির্দেশ

ছবি: সংগৃহীত

সীমান্তে বিজিবির শক্তি জোরদারের পাশাপাশি যেকোনো অপতৎপরতা রুখতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে বিজিবির সহায়তা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের কোনো ধরনের উত্তেজনায় ছাড় দেয়া হবে না। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে এখন বড় কোনো উত্তেজনা নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি আমাদের ফ্রন্টলাইন ডিফেন্স। কোনোভাবে দেশ আক্রান্ত হলে বিজিবির সৈনিকরা প্রতিরোধ করবে। পাশাপাশি তারা শত্রুদের মোকাবিলা করে এগিয়ে যাবে।

সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের উদ্বেগের কারণ নেই জানিয়ে তিনি বলেন, সীমান্তবর্তী নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ। নিরাপত্তা নিশ্চিতে আমরা সবসময় প্রস্তুত।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে বিজিবি অত্যন্ত সহনশীল, মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি আগের চেয়ে সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়