Apan Desh | আপন দেশ

অটোরিকশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:২৫, ৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:২৯, ৯ ডিসেম্বর ২০২৪

অটোরিকশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার অনুরোধ ডিএমপির

ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেসে কথা বলছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকার ট্রাফিক ব্যবস্থা বর্তমানে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বিগত সরকার অটোরিকশার অনুমতি দেয়ার কারণেই বাড়ছে অটোর সংখ্যা। অচিরেই এটি কমানো না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে নগরবাসীকে। এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি।

সোমবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেসে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা জানান।

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড নিয়ে ক্ষমা চান তিনি। তিনি বলেন, নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ।
 
ছিনতাই প্রতিরোধের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) সক্রিয় করা হয়েছে জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীর মতামত নিয়েই দেয়া হবে পুলিশি সেবা।
 
ঢাকার ট্রফিক ব্যবস্থায় জোর দেয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিশৃঙ্খল অবস্থায় আছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা। তবে ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। এর জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
 
স্কুল-কলেজের পাশে অভিভাবকদের বাসা ভাড়া নেয়ার অনুরোধ জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর অনুরোধও জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকার অটোরিকশার অনুমতি দেয়ার কারণেই বাড়ছে অটোর সংখ্যা। অচিরেই এটি কমানো না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে নগরবাসীকে। এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়