Apan Desh | আপন দেশ

মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ৯ ডিসেম্বর ২০২৪

মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্নামাত হত্যা মামলায় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে‘কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সদর উপজেলার সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত নিহত হন। পরে, রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান গত ২৫ আগস্ট রাতে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, কাজলকে বিসিক শিল্পনগরী থেকে দুপুরে গ্রেফতার করা হয়। তাকে তাওহীদ সন্নামাত হত্যা মামলায় আদালতে পাঠানো হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়