Apan Desh | আপন দেশ

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪, ১০ ডিসেম্বর ২০২৪

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুরোনো ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১) সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক চার প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত কর্মকর্তারা হলেন- মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা, গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ ও এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের চার কর্মকর্তা বিভিন্ন মামলায় গ্রেফতার রয়েছেন। তাদের প্রত্যেকেই বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়