
র্যাবের মিডিয়া সেন্টারে কথা বলছেন র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেয়া হবে। এ বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তবে যতদিন দায়িত্বে থাকবেন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সমসাময়িক বিষয় ও সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম সম্পর্কে র্যাবের মিডিয়া সেন্টারে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
তিনি বলেন, ‘র্যাবের বিরুদ্ধে গুম খুনসহ কিছু অভিযোগ আছে। র্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ বাহিনী এমন কোনো কার্যক্রমে কারও নির্দেশে জড়িত হবে না।
র্যাব মহাপরিচালক আরও জানান, র্যাবে আয়নাঘরের বিষয়ে তদন্ত চলছে। হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত করছে। তদন্তে সব ধরনের সহায়তা করা হচ্ছে।
র্যাব মহাপরিচালক বলেন, ৫ আগস্টের পরে অন্তর্বর্তী সরকার গঠনের পর ১৬ জন র্যাব সদস্যকে আটক করা হয়েছে। এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো ২৩ জনকে গ্রেফতার ও নির্দেশদাতাসহ ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেল থেকে পালিয়ে যাওয়া ১১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে অভিযানে।
তিনি আরও বলেন, এ চার মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করে আসছি আমরা। তবে আমি মনে করি, এখনও প্রত্যাশিত পরিস্থিতিতে যায়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশের জনগণের আশা, যে পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি চান তারা দেখতে সেখানে এখনও যেতে পারিনি। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে স্বাভাবিক রাখা যায়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।