Apan Desh | আপন দেশ

বঞ্চিত বিভিন্ন ক্যাডারদের সচিবালয়ে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৮, ১৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩৫, ১৫ ডিসেম্বর ২০২৪

বঞ্চিত বিভিন্ন ক্যাডারদের সচিবালয়ে অবস্থান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কক্ষের সামনে বঞ্চিতরা বসে পড়েছেন। ছবি: আপন দেশ

পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে চাকরিচ্যুত ও পদন্নোতি বঞ্চিতরা সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রায় দুই শতাধিক কর্মকর্তা বারান্দার মেঝেতে বসে পড়েন। একজনকে শুয়ে থাকতেও দেখা যায়।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কক্ষের সামনে এ অবস্থান নেন তারা। তাদের দাবি গত স্বৈরাচার শেখ হাসিনা সরকার তাদেরে প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। ভিন্ন মতাদর্শ পোষণ করায় আওয়ামী লীগ সরকার তাদের কাউকে অবসরে পাঠিয়েছে, কাউকে চাকরিচ্যুত করেছে আবার কাউকে পদোন্নতি থেকে বঞ্চিত করেছে।

দীর্ঘ ১৫ বছর বঞ্চিতরা কোথাও কোনো অভিযোগ দাখিল করতে পারেননি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা ন্যায় বিচার আশা করছেন। ফেরত চাচ্ছেন চাকরিসহ পাওনা সুবিধাধি। পদোন্নতি বঞ্চিতরা মেধার ভিত্তিকে পদোন্নতি কামনা করছেন।

এর আগে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের কাছে বিএনপির তরফ থেকে জনপ্রশাসনকে সংস্কারের জন্য একটি প্রস্তাবনা দেয়া হয়েছে প্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমানের কাছে ।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহসহ সাবেক ও বঞ্চিত ক্যাডাররা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়