Apan Desh | আপন দেশ

অবরোধে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১১:৫৯, ১৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৩৫, ১৭ ডিসেম্বর ২০২৪

অবরোধে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান রেলের অস্থায়ী শ্রমিকরা। ছবি: ভিডিও থেকে নেয়া

রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।

জানা গেছে, ৫ মাসের বকেয়া বেতনের এফডিসি রেলক্রসিং অবরোধ করেছেন তারা।

এফডিসি রেলগেটে শতাধিক গেটকিপার ও ওয়েম্যান আন্দোলন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত তারা রেললাইন ছেড়ে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশের সদস্যরাও উপস্থিত আছেন।

আন্দোলনে থাকা গেটকিপার আলমগীর কাঁদতে কাঁদতে বলেন, গত ৫ মাস ধরে আমাদের বেতন হয় না। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে গত মাসে আমার আব্বা মারা গেছেন। দোকানে বাকি আছি, নানা সমস্যায় আছি। যতবারই বেতনের জন্য গিয়েছি ততবারই আমাদেরকে বলা হয়েছে এ সপ্তাহে পেয়ে যাবেন। এ সপ্তাহ করতে করতে পাঁচ মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো বেতন হয়নি।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে। আমরা তাদের রেলপথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়