Apan Desh | আপন দেশ

হাসিনা–রেহানা–জয়ের দুর্নীতি অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:৩২, ১৭ ডিসেম্বর ২০২৪

হাসিনা–রেহানা–জয়ের দুর্নীতি অনুসন্ধানে দুদক

শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব আহমেদ ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সংস্থাটি এ তথ্য জানায়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেয়া ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব দুর্নীতির বিষয়ে শেখ হাসিনাসহ চারজনের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তরা হলেন— আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা)–সহ নয় প্রকল্পে এ দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে দুদক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়