
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে সেনাবাহিনীর সতর্ক পাহারা
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এতে আহত অনেকেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মাওলানা জোবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ অনুসারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই টঙ্গী ইজতেমা ময়দান সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতলের ভেতরে ও সামনের ফটকে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়ন করা হয়।
আরও পড়ুন>>>জুবায়েরপন্থিদের মহাসড়ক অবরোধ
সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গল এর ক্যাপ্টেন সাদমান বলেন, সকালে হাসপাতালে জুবায়ের পন্থী ও সাদ পন্থীর অনুসারীদের মধ্যে হাসপাতালেও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর শুনে এখানে সেনাবাহিনীর নিয়োজিত করা হয়। পরে দুই পক্ষকে হাসপাতালের ভেতর থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন>>>ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র্যাব। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশে এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
র্যাব-৩ এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র্যাব-৩ এর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।