Apan Desh | আপন দেশ

ভাইরাল ভিডিওকে ’বাংলাদেশ সশস্ত্র জিহাদের নিরাপদ আশ্রয়স্থল’ বলে প্রচার জয়ের

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:১৬, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৪১, ১৯ ডিসেম্বর ২০২৪

ভাইরাল ভিডিওকে ’বাংলাদেশ সশস্ত্র জিহাদের নিরাপদ আশ্রয়স্থল’ বলে প্রচার জয়ের

ফাইল ছবি

যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওটিতে এক ব্যক্তি আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। তার পাশেই দুই ব্যক্তি কালো পোশাক পরা অবস্থায় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন। মঞ্চে উপস্থিত শ্রোতাদের মাঝেও কিছু উত্তেজনাকর দৃশ্য দেখা যায়। এ ভিডিওটি ভাইরাল হয়ে 'বাংলাদেশ সশস্ত্র জিহাদের নিরাপদ আশ্রয়স্থল' বলে প্রচার করছেন সজিব ওয়াজেদ জয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে এ ভিডিওটি ধারণ করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী জানান, ভিডিওটি শুধুমাত্র একটি নাটকের দৃশ্য। নাটকটি ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সংগ্রামের উপর ভিত্তি করে মঞ্চস্থ করা হয়। যেখানে ছাত্ররা নকল অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছেন।

তিনি আরও বলেন, এ ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারিত হচ্ছে। মাদ্রাসার অনুষ্ঠানে ফিলিস্তিনের নেতাদের মতো পোশাক পরিহিত ছাত্ররা তাদের দেশের নির্যাতিত মানুষের সংগ্রাম ও লড়াইয়ের চিত্র তুলে ধরেছে। কিন্তু পোশাকের কালো রং ও অস্ত্রের উপস্থিতি আইএসের আদলের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হতে পারে। যা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে।

ভাইরাল হওয়া ভিডিওর পর স্থানীয় পুলিশ মাদ্রাসা পরিদর্শন করে, ডামি অস্ত্রসহ অন্যান্য উপকরণ জব্দ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী ভিডিওটির প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, এটি ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সংগ্রামকে তুলে ধরার একটি অংশ। তবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়