Apan Desh | আপন দেশ

রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:৩৩, ১৯ ডিসেম্বর ২০২৪

রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা

রূপালী ব্যাংকের জিনজিরা শাখা ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: ভিডিও থেকে নেয়া

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংক শাখায় ডাকাত পড়েছে। সেখানে জিম্মি অবস্থায় রয়েছে বেশ কিছু মানুষ। ব্যাংকটির আশপাশ ঘিরে রেখেছে স্থানীয় জনতা ও পুলিশ। জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় চালানো হবে অভিযান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ওই শাখায় বেশ কিছু মানুষকে জিম্মি করা হয়েছে। আমরা ব্যাংকটি ঘিরে রেখেছি। যেকোনো মুহূর্তে অভিযান চালানো হতে পারে।

এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাতরা প্রবেশ করলে স্থানীয়রা দ্রুত সাড়া দিয়ে ব্যাংকের প্রবেশপথে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এরপর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানায়, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। তারা ব্যাংকের ভিতরে আটকিয়ে রেখেছে কয়েকজনকে।

জানা গেছে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকটির ভিতরে প্রবেশ করে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে আশপাশের কয়েকশ’ লোক ব্যাংকটির আশেপাশে জড়ো হয়ে ঘটনাস্থল ঘেরাও করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপন দেশ/এমবি/এসএমএস/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়