Apan Desh | আপন দেশ

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, যা জানা গেল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৪৯, ২১ ডিসেম্বর ২০২৪

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, যা জানা গেল

নারী পুলিশের দিকে তাকিয়ে হাসছেন আসামি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় নারী পুলিশের দিকে তাকিয়ে হাসছেন আসামি। তাকে বাধা দেয়ার চেষ্টা করছেন পাশে থাকা আরেক পুলিশ সদস্য।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ এটিকে বাস্তব ঘটনা বলে প্রচার করেছেন। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, এটি বাস্তব নয়, নাটকের শুটিংয়ের ভিডিও।

শনিবার (২১ ডিসেম্বর) রিউমর স্ক্যানারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেয়ার এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি’র ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘আসিফ আদনান ব্রো’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ নভেম্বর ‘এ একটা কাজ হলো’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওটির সঙ্গে যুক্ত ‘বিমান বন্দর থেকে গ্রেফতার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান’ লেখা থেকে প্রতীয়মান হয়, এটি মজার ছলে তৈরি একটি ভিডিও। এছাড়া ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়। পরবর্তীতে আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ ডিসেম্বর ‘একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

এ বিষয়ে আসিফ আদনান বলেন, তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কনটেন্ট তৈরি করেন। নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এ ভিডিও তৈরি করেছিলেন।

এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয়। সুতরাং নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়