
ফাইল ছবি
নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে। চুক্তি লঙ্ঘনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বিসিসিকে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আওতাধীন এনআইডি’র মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই সেবা গ্রহণকারী সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বর্তমানে ১৮৩টি। এর মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অন্যতম।
এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি’র তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। এর মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর নির্বাচন কমিশন ও বিসিসির মধ্যে একটি চুক্তি হয়। যার মাধ্যমে বিসিসি নির্বাচন কমিশনের এনআইডি’র তথ্য যাচাই সেবা গ্রহণ করে। চুক্তির শর্ত অনুযায়ী, বিসিসি এ তথ্য অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সত্তার কাছে সরবরাহ, বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। কিন্তু বিসিসি এ শর্ত ভঙ্গ করেছে।
এনআইডি মহাপরিচালক আরও বলেন, ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে চুক্তি লঙ্ঘন নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু তারা কোনো জবাব দেয়নি। পরে ৬ অক্টোবর তাদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হলে। এতে বিসিসি যে জবাব দিয়েছে তা নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক বলে মনে হয়নি। এছাড়া চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি/চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে।
তিনি বলেন, চুক্তি বাতিল করে বিসিসিকে দেয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।