Apan Desh | আপন দেশ

আরও এক বিপ্লবীর মৃত্যু, বিকালে শহীদ মিনারে জানাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২১, ২৩ ডিসেম্বর ২০২৪

আরও এক বিপ্লবীর মৃত্যু, বিকালে শহীদ মিনারে জানাজা

ফাইল ছবি

ছাত্র জনতার বিপ্লবে পতন হয়েছে ১৫ বছরের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তবে এজন্য ঝড়াতে হয়েছে অনেক রক্ত। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হয়েছিল ১২ বছরের শিশু আরাফাত। চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন এ শিশু বিপ্লবী। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদের মিছিল ভারী করে ২২ ডিসেম্বর রাত ১০ টা ৩০ মিনিটে ১২ বছর বয়সের কিশোর গণঅভ্যুত্থানের যোদ্ধা গুলিবিদ্ধ আরাফাত শাহাদাত বরণ করেছেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) হয়ে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এতে আরও বলা হয়, শাহাদাত বরণ যেভাবে আমাদের বেদনাতুর করে, সেভাবেই সাহস এবং উৎসাহ জোগায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। আমরা শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে একবিন্দুও পিছপা হবো না। শহীদ আরাফাতের মৃত্যুসহ জুলাই গণহত্যার কুশীলব শেখ হাসিনা, তার সঙ্গী আওয়ামী লীগের নেতাকর্মী এবং গুলি চালানো বাহিনীর সকল সদস্যদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

শহীদ আরাফাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও জানায়, একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

২৩ ডিসেম্বর দুপুর ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়