Apan Desh | আপন দেশ

শেখ হাসিনাকে ফেরত আনা হবে যে প্রক্রিয়ায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২৩:১০, ২৩ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনাকে ফেরত আনা হবে যে প্রক্রিয়ায়

ফাইল ছবি

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ভারত থেকে ফেরত আনা হবে তা জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদরদফতরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এক্সট্রাডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন। 

ভারত থেকে শেখ হাসিনাকে কোন উপায়ে ফেরত পাঠানো হবে প্রশ্নে জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনা হবে।

চিঠি পেয়ে যা বলল ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে নয়াদিল্লি। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। 

নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সম্বলিত একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এ মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জুলাই অভ্যূত্থানে শেখ হাসিনার সরকারের পতট ঘটে। ৫ আগষ্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। ইতোমধ্যে তার ভিসার মেয়াদও শেষ হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণ– অভ্যুত্থানে গণহত্যা, গত ১৬ বছরে গুম, খুন, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড, রাজধানীর  শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞসহ হত্যা মামলা রয়েছে অনেক। 

এদিকে দেশে তারই গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালে অভিযোগ পড়েছে অর্ধশত। অভিযোগের তদন্ত চলছে। তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। দাবি উঠেছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর। ইতোমধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর উর্ধতন বিভাগে চিঠিও দিয়েছে ট্রাইব্যুনাল। 

আরও পড়ুন<<>> শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর

এর আগে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের (উলফা) শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে ২০১৫ সালে তাকে ভারত সরকারের কাছে ফেরত দিয়েছে ঢাকা। বন্দিবিনিময় চুক্তির আলোকেই অনুপ চেটিয়াকে ফিরিয়ে দেয়া হয়েছে। একই পথ অনুসরন করে শেখ হাসিনাসহ দোষীদের ফেরত আনার কথা জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশ ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে, যা ২০১৬ সালে সংশোধিত হয়। এ চুক্তিটি দুই দেশের মধ্যে পলাতক আসামিদের দ্রুত এবং সহজে বিনিময়ের জন্য গৃহীত হয়েছে। বিশেষ করে, এটি ভারতীয় পলাতকদের, বিশেষ করে উত্তর-পূর্বের বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের বাংলাদেশে লুকিয়ে থাকার প্রেক্ষাপটে তৈরি হয়।

এ ছাড়া বাংলাদেশও জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর মতো সংগঠনের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছিল, যেখানে তাদের অপারেটররা ভারতের পশ্চিমবঙ্গ ও অসমের মতো রাজ্যে লুকিয়ে ছিল।

এ পরিস্থিতিতে, চুক্তিটি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।     

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়