Apan Desh | আপন দেশ

দুই বীর মুক্তিযোদ্ধাকে জামালপুর সমিতির সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ২৪ ডিসেম্বর ২০২৪

দুই বীর মুক্তিযোদ্ধাকে জামালপুর সমিতির সম্মাননা

জামালপুর সমিতি, ঢাকা।

মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্বল ধানুয়া কামালপুরের যুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়ছে। সেখানে সম্মাননা দেয়া হয়ছে দুইজন বীর মুক্তিযোদ্ধাকে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এর আয়োজন করে জামালপুর সমিতি, ঢাকা। 

সমিতির নির্বাহী সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে কামালপুরের যুদ্ধের স্মৃতিচারণ করেন এ যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.  মো. মোফাজ্জল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের সরকার। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, একাত্তরের এ গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘঠিত হয়েছিলো জামালপুরে, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী যোগ দিয়ে একে জনযুদ্ধে রূপ দিয়ে দেশের সর্বপ্রথম হানাদারমুক্ত অঞ্চল প্রতিষ্ঠিত করেছিলো। সে যুদ্ধের জীবিত মুক্তিযোদ্ধাদের সবাইকে সম্মান জানাবে জামালপুর সমিতি। পাশাপাশি ২০২৪ এর যুদ্ধে জামালপুরের এখন পর্যন্ত প্রাপ্ত তালিকা অনুযায়ী ১৭ জন শহীদের পরিবারকে অনুদান কিংবা কর্মসংস্থানের উদ্যোগ নিবে। পিকনিক ও সংবর্ধনার বাইরে এলাকাবাসীর জন্য স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানব উন্নয়নের বিভিন্ন কর্মসূচী গ্রহণের জন্য আঞ্চলিক সংগঠনগুলির এগিয়ে আসা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে ছাত্র ও যুব প্রতিনিধিরা জামালপুর জেলার ২৪ এর আহত যোদ্ধাদের তালিকা প্রনয়ণ করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করার অঙ্গীকার করেন। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ মুক্তিযুদ্ধকালে ব্যাক্তিগত স্মৃতিচারণ করেন এবং কামালপুরের যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যনাদ ও কৃতজ্ঞতা জানান। 

তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং জাতির সংকটে বীর মুক্তিযোদ্ধাদের মত এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা যতদিন জাতি স্মরণ করবে, ততদিন কোন অপশক্তি দেশকে বিভাজিত করতে পারবে না। ২৪ এর আন্দোলনে ছাত্রজনতা তা প্রমাণ করেছে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি এডভোকেট মুজিবুর রহমান, মো. সুজাত আলী, অধ্যাপক ডা. আব্দুর রহমান, যুগ্মসম্পাদক রাজু তালুকদার, হুমায়ুন কবীর আকন্দ, যুবনেতা আশরাফ ফারুক হীরা, প্রবাসী নেতা মো. জাকির হোসেন প্রমুখ। 

আলোচনা শেষে দেশাত্মবোধক কবিতা ও গান পরিবেশিত হয়।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়