Apan Desh | আপন দেশ

বাংলাদেশী ১২ জেলেকে মুক্তি দিয়েছে ভারত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশী ১২ জেলেকে মুক্তি দিয়েছে ভারত

ছবি: ইন্টারনেট

ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ১২ বাংলাদেশী জেলেকে মুক্তি দিয়েছে ভারত।  

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার মহকুমা সংশোধনাগার থেকে তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমায় বিডিও এবং কাকদ্বীপ থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিন মাস আগে এই ১২ বাংলাদেশি মৎস্যজীবীকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে ভারতের নিরাপত্তা বাহিনী। এরপর থেকেই তারা কারাবন্দি ছিলেন।  

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়