সচিবালেয়র ভেতরে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আগুন নেভার পর সকাল থেকে এক এক করে সচিবালয়ে প্রবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টার দিকে সচিবালয়ের ৫ নং গেট দিয়ে প্রবেশের অনুমতি দেয়া হয় তাদের। একটি মাত্র গেট দিয়ে ভেতরে ঢোকায় বেগ পেতে হয়েছে তাদের।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে সচিবালয়ের ৫ নং গেটে এমন চিত্র দেখা যায়।
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, স্বাভাবিক সময়ে ১, ২, ৩ ও ৫ নম্বর গেট খোলা ছিল। তবে এখন কেবল ৫ নম্বর গেট খোলা রয়েছে। ফলে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করা গেলেও ভিড়ের কারণে বেগ পেতে হয়।
দেখা যায়, সচিবালয়ে মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে বিদ্যুৎ ভবন, ওসমানী উদ্যান ও খাদ্য ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা ভিতরে প্রবেশ করেছেন। তবে ৫নং গেট দিয়ে আগে নারী কর্মকর্তাদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেয়া হয়।
এদিকে সচিবালয় এলাকায় উৎসুক জনতার ভিড় বেড়েছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন।
ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।