Apan Desh | আপন দেশ

অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে ভোগাবে: হাসনাত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:২১, ২৬ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে ভোগাবে: হাসনাত

সংগৃহীত ছবি

ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এ কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। এ  মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে তার ভেরিফায়েড আইডি থেকে দেয়া স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এ কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে।

হাসনাত আরও লেখেন, হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে “সিমপ্যাথি গেইন” ক্যাম্পেইন চালাচ্ছে। এ ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা আগামীকাল অন্য কেউ।

এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।

আসিফ হুঁশিয়ারি দিয়ে লেখেন, আমাদের ব্যর্থ করার এ ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।

উপদেষ্টা নিজের অবস্থান উল্লেখ করে লিখেছেন, এ মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়