ছবি : আপন দেশ
অন্যান্য সরকারি অফিসের মতই সপ্তাহে দু’দিন ছুটি ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস। তবে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অথোরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে এতে জানানো হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।