ছবি: ইন্টারনেট
রাজধানীর মহাখালীতে দুই তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজ করছে দুটি ইউনিট।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, বিকেল ৪টার দিকে আমাদের কাছে খবর আসে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির পেছনের দুইতলা একটি ভবনে আগুন লাগে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ভবনটি আবাসিক ভবন।
খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।