ছবি: ইন্টারনেট
সচিবালয়ের কার্যালয় আগুনে পুড়ে যাওয়ায় আপাতত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দাফতরিক কাজ করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রোববার (২৯ ডিসেম্বর) থেকে নগর ভবনের খালি পড়ে থাকা কক্ষগুলোয় স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম চালানো হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) হেয়ার রোডে স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, দাফতরিক কার্যক্রম একদিনের জন্যেও বন্ধ রাখা হবে না; আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কার্যক্রম আগের চেয়ে আরও ভালোভাবে এগিয়ে নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন উপদেষ্টা। তিনি বলেন, মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত সরকারের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।