Apan Desh | আপন দেশ

মেট্রোরেলে ২০ হাজার নতুন টিকিট যুক্ত হচ্ছে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ০৮:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৪

মেট্রোরেলে ২০ হাজার নতুন টিকিট যুক্ত হচ্ছে

ফাইল ছবি

মেট্রোরেলের একক যাত্রার টিকিট সংকট সমাধানে ইতোমধ্যে ভারত থেকে আরও ২০ হাজার টিকিট ঢাকায় এসে পৌঁছেছে। এসব টিকিট মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এর মধ্যে মেট্রোস্টেশনগুলোতে সরবরাহ করা হবে। এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেলের উদ্বোধনের পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী এমআরটি-৬ লাইন-এ একক যাত্রার টিকিটের সংকট দেখা দেয়। গত কয়েক মাসে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, মোট ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি টিকিট সরবরাহ করা হয়েছিল। কিন্তু তার মধ্যে ২ লাখ ৪০ হাজার টিকিট খোয়া গেছে। এ পরিস্থিতিতে টিকিট সংকট আরও প্রকট হয়ে ওঠে।

টিকিট সংকট দূর করতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ ৪ লাখ নতুন টিকিট সংগ্রহের উদ্যোগ নেয়। এ উদ্যোগের অংশ হিসেবে জাপান, থাইল্যান্ড ও ভারত যৌথভাবে এ টিকিট সরবরাহ করছে। টিকিটের মূল উৎপাদক দেশ জাপান হলেও প্রিন্টিং কার্যক্রম হচ্ছে ভারত থেকে।

প্রথম ধাপে গত ২ নভেম্বর ২০ হাজার টিকিট ঢাকায় এসেছে। এরপর ২১ ডিসেম্বর আরও ২০ হাজার টিকিট আসে দেশে। বর্তমানে ৩০ হাজার টিকিট ভারত থেকে দেশে এসেছে। চলতি সপ্তাহের মধ্যেই এ চালানের টিকিটগুলো সরবরাহের চেষ্টা করবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এমআরটির (লাইন-৬) প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকারিয়া বলেন, প্রায় ৯ দিন আগে (২১ ডিসেম্বর) ২০ হাজার টিকিট ঢাকায় এসেছে। কাস্টমসের কিছু জটিলতার কারণে হাতে পেতে দেরি হয়েছে। তবে আমরা আশা করি সোম-মঙ্গলবারের দিকে পেয়ে যাব। এরপর সঙ্গে সঙ্গেই আমরা স্টেশনে সরবরাহ করতে পারব। ভারত থেকে আরও ৩০ হাজার টিকিট সোমবার ঢাকায় এয়ারপোর্টে পৌঁছাবে।

বর্তমানে মেট্রোরেলে ন্যূনতম ৪০ থেকে ৫০ হাজার টিকিট প্রয়োজন। সেখানে বর্তমানে ৩০ হাজার টিকিট রয়েছে। এতে স্টেশনগুলোতে টিকিটসংকটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পর্যাপ্ত টিকিটের অভাবে সব মেশিনে টিকিট থাকছে না। যে মেশিনগুলোতে টিকিট রাখা হচ্ছে, সেগুলোর টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ফেরত রেখে যাওয়া টিকিট আবার সংগ্রহ করে মেশিনে ভরার আগেই যাত্রীদের সারি দীর্ঘ হচ্ছে। যে পরিমাণ টিকিট ফেরত দেয়া হচ্ছে, তার চেয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রী বেশি থাকছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়