Apan Desh | আপন দেশ

চন্দনাইশে তারুণ্যের উৎসব উদযাপন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৩, ৩০ ডিসেম্বর ২০২৪

চন্দনাইশে তারুণ্যের উৎসব উদযাপন

ছবি: আপন দেশ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে চট্টগ্রামের চন্দনাইশে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়। চন্দনাইশ সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ শ্লোগানে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজন করে। ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের নিয়ে ফুটবল, ব্যাডমিন্টন, চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। 

কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয় দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া এতিমখানা।রানার্সআপ হয় আলহাজ সোনা মিয়া চৌধুরী এতিমখানা।
অপরদিকে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয় রহমানিয়া শুকুরিয়া এতিমখানা। রানার্সআপ হয় সাতবাড়িয়া শাহ সুফি আমানত শিশু সদন।

প্রতিযোগিতায় ফুটবলে উপজেলার ১৬ টি এবং ব্যাডমিন্টনে ১০টি এতিমখানা অংশগ্রহণ করে। 

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন কানাই সরকার, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. ফরহাদ উদ্দিন, ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর কামরুল হাসান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ উপজেলা সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠনক হাসনাত আবদুল্লাহ সহ প্রমুখ। 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়