
ছবি: আপন দেশ
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২৪’র গণঅভ্যুত্থানে সহযোদ্ধা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিবিরকে অভ্যুত্থানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এ বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২৪’র গণঅভ্যুত্থানে সহযোদ্ধা ছাত্রশিবির। লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই। কেউ কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার।
তিনি বলেন, বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেনশিয়াল থ্রেট মনে করেছিল, নানা উপাধি-তকমা দিয়ে ব্লেম-গেম খেলায় মেতে উঠেছিল। অনেক নিরপরাধ মানুষ, আলেম-ওলামাকে শুধু তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সংগঠক বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এমন অনেক সংগঠন ও ব্যক্তি ছিল যাদের স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাটা দুঃসাধ্য করে রেখেছিল খুনি শেখ হাসিনা। আমরা আমাদের জায়গা থেকে একটা কথায় বলতে চাই, খুনি শেখ হাসিনা আপনাদেরসহ অনেককেই যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল, বর্তমান বাংলাদেশে সেটি কেউ বিশ্বাস করে না। বর্তমান প্রজন্মের ততটুকু বিবেকবোধ আছে বলেই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে।
সারজিস আলম বলেন, যতদিন অন্যায়ের বিরুদ্ধে ও সঠিক পথে আছেন। আমরা ছাত্রশিবিরের সঙ্গে একসাথে কাজ করবো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।