Apan Desh | আপন দেশ

ইংরেজি নতুন বছরের প্রথম দিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৮, ১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:৩২, ১ জানুয়ারি ২০২৫

ইংরেজি নতুন বছরের প্রথম দিন আজ

ছবি : আপন দেশ

মহাকালের আবর্তে আরও একটি বছরকে পেছনে ফেলে শুরু হলো নতুন ইংরেজি বছর। সময়ের পার্থক্যভেদে রাত ১২টা ১ মিনিটে ক্যালেন্ডারের পাতা উল্টে সারাবিশ্বের মানুষ উৎসব আর আনন্দে বরণ করে নিল ২০২৫ সালকে। গত বছরের সকল দুঃখ-বেদনা ভুলে বিশ্বের সঙ্গে বাংলাদেশও ব্যাপক আতশবাজির মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন ইংরেজি বছর।

ইংরেজী নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে নতুন বছর আমাদের মাঝে বয়ে এনেছে এক নতুন সুযোগ ও সম্ভাবনা। জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ, আকাঙ্ক্ষা ও চেতনার পথ ধরে বাংলাদেশ অমিত সম্ভাবনার দিকে এগিয়ে যাক, নতুন বছরে এ প্রত্যাশা করি।

পৃথক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে।

রাজনৈতিক যোগ-বিয়োগ, আন্তর্জাতিক শুভাশুভ— সব মিলিয়ে ঘটনাবহুল একটি বছরকে বিদায় জানাল বিশ্ব। বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শাসকদের পতন সীমানা ছাড়িয়ে আলোচনার ঝড় তৈরি করেছে বিশ্বজুড়ে। ২০২৪ সালে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ১৬ বছরের স্বৈরাচারী সরকারব্যবস্থার পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের শুভসূচনা। বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন, ইন্টারনেট বন্ধ, সহিংসতার ঘটনা বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে। খুব কম সময়ে অনেক বেশি রক্তক্ষয়ী পরিস্থিতির সম্মুখীন হয় বাংলাদেশ। 

বাংলাদেশ ছাড়াও এ বছরে বিদায় নিয়েছে সিরিয়ার বিতর্কিত বাশার আল আসাদের সরকার। বছরের প্রায় শেষদিকে এসে আসাদের ২৪ বছরের স্বৈরাচারী দুর্গের পতন হয়। শেষমেষ তাকে পালিয়ে যেতে হয় রাশিয়ায়। এর মধ্য দিয়ে দুই যুগের স্বৈরশাসনের অবসান ঘটল সিরিয়ায়। বছরের শেষদিকে মিয়ানমারের রাখাইন অঞ্চলের বেশিরভাগ অংশের দখল নেয় বিদ্রোহী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনী পুরো একটি সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

এছাড়া বিশ্বের নানা অঞ্চলে সংঘর্ষ, রক্তক্ষরণ আর যুদ্ধে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখো পরিবার। আগে থেকে চলা ইউক্রেন যুদ্ধ অব্যাহত ছিল ২০২৪ সালেও। সে সঙ্গে গাজা যুদ্ধও চরম পর্যায়ে পৌঁছায় বছরটিতে।

এর সঙ্গে বছর জুড়ে চলা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও হারিয়েছে অগণিত প্রাণ। প্রাকৃতিক দুর্যোগ আর চরমভাবাপন্ন আবহাওয়া বারবার এসেছে আলোচনায়। ২০২৪ সালকে বলা হচ্ছে বিশ্বের ইতিহাসে উষ্ণতম বছর।

সবকিছু সত্ত্বেও অমিত শুভাকাঙ্ক্ষায় নতুন বছরকে বরণ করে নিয়েছে মানুষ। নতুন বছরটি আগের চেয়ে আরো সম্ভাবনাময় হোক— এ প্রত্যাশা সবার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়