Apan Desh | আপন দেশ

ডিএমপির সাত সহকারী কমিশনারের বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯, ১ জানুয়ারি ২০২৫

ডিএমপির সাত সহকারী কমিশনারের বদলি

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অফিস আদেশে তাদের বদলি করেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। 

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছে ডিএমপি মিডিয়া বিভাগ।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. হাফিজুর রহমানকে ডিএমপি সদর দপ্তরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি -২) বিভাগ, ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের সাখাওয়াত হোসেন সেন্টুকে বিএনপি সদর দপ্তরের সিটি এডমিন এন্ড লজিস্টিক বিভাগের (ক্রাইম সিন এন্ড সাপোর্ট), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের এহসানুল কামরান তানভীরকে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের এসি করা হয়েছে।

এছাড়া ডিএমপি সদর দফতরের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাস আলীকে ডিএমপির মতিঝিল বিভাগে, সোহেল রানাকে ট্রাফিকের উত্তরা বিভাগে, মো. ওমর ফারুককে গুলশান বিভাগের এসি প্রেট্রোল (ক্যান্টনমেন্ট) একই দায়িত্ব পালন করা মো. দেলোয়ার হোসেনকে ডিএমপি সদর দপ্তরের সংযুক্ত করা হয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়