Apan Desh | আপন দেশ

গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, উন্নত চিকিৎসার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ২ জানুয়ারি ২০২৫

গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, উন্নত চিকিৎসার দাবি

হাসপাতালের সামনে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা।

উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতরা। বিএসএমএমইউ হাসপাতালে উন্নত চিকিৎসা না পাওয়ায় সড়কে নেমেছেন তারা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

গণঅভ্যুত্থানে আহত রাকিবুল বলেন, আন্দোলনের সময় আমি চট্টগ্রামে আহত হয়েছি। আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা হচ্ছে না। আমরা হাসপাতল পরিচালকের পদত্যাগ চাই।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়