Apan Desh | আপন দেশ

বেগম খালেদা জিয়ার বাসভবনে সস্ত্রীক সেনাপ্রধান, দ্রুত আরোগ্য কামনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:৪০, ২ জানুয়ারি ২০২৫

বেগম খালেদা জিয়ার বাসভবনে সস্ত্রীক সেনাপ্রধান, দ্রুত আরোগ্য কামনা

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে সস্ত্রীক সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত ৮ টা ৩০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের ভাড়া বাসা ফিরোজায় আসেন।

সেনাপ্রধান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এসময় চেয়ারপার্সন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর ছিলেন।

ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান চেয়ারপারসনের প্রেস উইয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় ৪০ মিনিট ছিলেন সেনাপ্রধান ও তার সহধর্মিনী। সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সে দোয়া করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়