Apan Desh | আপন দেশ

টানা দুই দিন পর উকি দিল সূর্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৬, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:১৭, ৪ জানুয়ারি ২০২৫

টানা দুই দিন পর উকি দিল সূর্য

ছবি : আপন দেশ

গত কয়েক দিন ধরেই দেশজুড়ে দাপট দেখাচ্ছে শীত। বিশেষ করে হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের উত্তর জনপদের মানুষ কাঁপছিল তীব্র শীতে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় একেবারে জুবুথুবু অবস্থা। রাজধানী ঢাকাও কুয়াশার চাদরে ঢেকে ছিল। অবশেষে টানা দুদিন পর সূর্যের দেখা মিলেছে  ঢাকায়। বেড়েছে তাপমাত্রা, কমেছে কুয়াশাও। 

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার পর রাজধানীতে দেখা মেলে সূর্যের। তবে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন রোববারও (৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এর পরদিন সোমবার (৬ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজ করতে পারে।
 
এছাড়া আবহাওয়া অফিস আরও বলছে, এ কদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সামায়িকভাবে ব্যাহত হতে পারে।
 
তবে আগামী মঙ্গলবারের (৭ জানুয়ারি) দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়