Apan Desh | আপন দেশ

‘সাদপন্থিদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ৪ জানুয়ারি ২০২৫

‘সাদপন্থিদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাওলানা মামুনুল হক

সাদপন্থিদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

এ সময় মাওলানা মামুনুল হক জানান পূর্ব ঘোষণা অনুয়ায়ী আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের বিশ্ব ইজতেমা করবে জুবায়েরপন্থীরা। 

মামুনুল হক বলেন, সাদপন্থিরা নিরীহ মুসল্লীদের ওপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছে। নিহত করেছে তিনজনকে। আহত করেছে শতাদিক লোককে। যাদের হাত রক্তে রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই।

তিনি বলেন, হত্যাকারীদের আগে বিচার করতে হবে তারপর ইজতেমা নিয়ে আলোচনা হবে। বিচারের আগে কোনো আলোচনা নয়, এমনকি কোনো ইজতেমা নয়।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা পূর্ব ঘোষণা অনুয়ায়ী চলবে। আর দ্বিতীয় পর্বের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। কারন যারা হত্যাকারী, যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের হাত লাল তারা কিভাবে ইজতেমা করবে। রক্তের ওপর দাড়িয়ে কি ইজতেমা হয়? এটা হতে পারে না। বিচারের আগে ইজতেমা নয়। কোন আলোচনাও নয়।

বিচারের পর সাদপন্থীদের সঙ্গে জুবায়েরপন্থীরা আলোচনায় বসবে বলেও জানান মাওলানা মামুনুল হক।

এদিকে, টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনার পর রাজধানী কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। শনিবার (০৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়