সংগৃহীত ছবি
বাংলাদেশ থেকে নারীদের ভারতে পাচার করে বিনিময়ে নিয়ে আসা হচ্ছে গরু—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সম্প্রতি। সংঘবদ্ধ পাচারচক্র আর্থিক অসঙ্গতির শিকার তরুণীদের টার্গেট করে চাকরির প্রলোভন বা অন্য কোনো ফাঁদে ফেলে পাচার করে।
একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ নতুন কৌশল ব্যবহারে পাচারকারীরা নারীদের ভারতে পাঠিয়ে সেখান থেকে গরু এনে মোটা অঙ্কের মুনাফা করছে।
রাজধানীর মগবাজার এলাকার দুই তরুণী মরিয়ম (ছদ্মনাম) ও মুক্তার (ছদ্মনাম) জীবনেও এমন ঘটনা ঘটেছে। তাদের আর্থিক দুর্বলতাকে কাজে লাগিয়ে পাচারকারীরা একটি চক্রের হাতে তুলে দেয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে মা-বাবা ও চার বোনের সঙ্গে বসবাস করতেন বৃষ্টি (ছদ্মনাম)। আর্থিক টানাপোড়েনের সংসারে একটু স্বাচ্ছন্দ্যের আশায় চাকরির খোঁজ করছিলেন তিনি। সে চেষ্টার মাঝেই ফেসবুকে পরিচয় হয় নদী আক্তারের সঙ্গে। নদী বৃষ্টিকে পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে ভারতে পাচার করেন।
২০২০ সালের ২১ ডিসেম্বর বৃষ্টিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচার করা হয়। ভারতে নিয়ে তাকে অনৈতিক কাজে বাধ্য করা হয়। পাঁচ মাস পর বেঙ্গালুরুর বন্দিদশা থেকে পালিয়ে ২০২১ সালের মে মাসে বৃষ্টি সীমান্ত পথে দেশে ফেরেন।
বৃষ্টির ঘটনায় ২০২১ সালের ১৯ জুন রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। তদন্তে উঠে এসেছে সংঘবদ্ধ পাচারচক্রের কৌশল।পাচার করা নারীর বিনিময়ে গবাদিপশু গরু এনে বিক্রি করা হয়।
ইজি বাইকচালক তরিকুল ইসলাম পাচারকাজে জড়িত ছিলেন। জবানবন্দিতে তিনি স্বীকার করেন, নদীসহ একটি চক্র ঢাকা থেকে নারীদের এনে সীমান্তে পাচার করত। প্রতিবার নারীদের নিয়ে সীমান্তে পৌঁছানোর বিনিময়ে তরিকুল ৫০০ টাকা পেতেন।
আপন দেশ/ এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।