Apan Desh | আপন দেশ

‘দেশের সম্মান অটুট রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:১৬, ৫ জানুয়ারি ২০২৫

‘দেশের সম্মান অটুট রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বিগ্রেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষকালে তিনি এ মন্তব্য করেন।

রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন এ ম্যানুভার অনুশীলন হয়। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে খেলোয়াড় যত বেশি পরিশ্রম করে তার বিজয়ী হওয়ার সম্ভাবনাও তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে।

সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে।

অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সব আর্মস এবং সার্ভিসেস অংশ নেয়। এছাড়া মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো গ্রুপ অংশগ্রহণ করে।

এর আগে বেলা ১১টা ৫৪ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হন। দুপুর সাড়ে ১২টা ৩৬ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজবাড়ী কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগন জানান। নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানও এসময় উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (০২ জানুয়ারি) একই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল প্রধান উপদেষ্টার। তবে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উড্ডয়ন করতে না পারায় তা স্থগিত করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়