Apan Desh | আপন দেশ

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ৫ জানুয়ারি ২০২৫

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন নুর

ফাইল ছবি

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার (০৫ জানুয়ারি) শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।

সমাবেশে নুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সারজিসের নাম আসছে, এই হামলার নেপথ্যে। আশা করি সে তার অবস্থান ক্লিয়ার করবে। এ হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।

একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন।

এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। ফারুকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করবো। তার অপসারণের আন্দোলন করব।

সমাবেশ থেকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে জনতার হাতে বিচার হবে বলে হুঁশিয়ার করেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যারা হামলা করেছে, তাদের মূল শক্তি সারজিস আলম। আজ তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনও করেছে। আজকের মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তবে জনতার হাতে তাদের বিচার হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়