Apan Desh | আপন দেশ

বায়ুদূষণে ফের বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ৬ জানুয়ারি ২০২৫

বায়ুদূষণে ফের বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

ফাইল ছবি

পৌষের বিদায়ের আবহে দেশজুড়ে দাপট দেখাচ্ছে শীত। নিজেকে গরম পোশাকে আবৃত করে আপাতত শীত থেকে রেহাই পেলেও তৈরি হয়েছে আরেক সমস্যা। বায়ুদূষণের কারণে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে রাজধানী ঢাকা। গত কয়েক সপ্তাহ ধরেই শহরটিতে উঠা নামা করছিল দূষণের মাত্রা। 

সোমবার (০৬ জানুয়ারি) বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে সবার শীর্ষে উঠে এসেছে ঢাকা। এদিন সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। এর আগে রোববারও (০৫ জানুয়ারি) বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল সবার শীর্ষে।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে সবার শীর্ষে অবস্থান করা রাজধানীর বাতাসের মানের স্কোর ২৬৬।

বাতাসের এ মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় নগরবাসীকে জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে তালিকার দুই নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২৫২। বাতাসের এ মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এছাড়া ২২৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষ তিনে অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয়। এ মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়