সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার পুরানা পল্টনে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি ল’ চেম্বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর মাত্র ৭ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে তারা। ৫টি ইউনিট এ সময় সম্মিলিতভাবে কাজ করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।