Apan Desh | আপন দেশ

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ৭ জানুয়ারি ২০২৫

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন’

ফাইল ছবি

রাজনৈতিক সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠি হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এসময় প্রেস সচিব বলেন, রাজনৈতিক দল যদি মনে করে, কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য আরও ৬ মাস সময় নেবে সরকার।

রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে। সবার সাথে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

শফিকুল আলম বলেন, লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না।

সবার সাথে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়