Apan Desh | আপন দেশ

ফাতেমাও খালেদা জিয়ার সঙ্গী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৭, ৭ জানুয়ারি ২০২৫

ফাতেমাও খালেদা জিয়ার সঙ্গী

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নেবেন। সেখানের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পথে তিনি। খালেদা জিয়ার সঙ্গে তার কারাগারের সঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগমও যাচ্ছেন লন্ডনে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়ি বহর যখন বের হয়, তখন সঙ্গে গৃহকর্মী ফাতেমাও ছিলেন।  

প্রায় ১৪ বছরের বেশি সময় ধরে ভোলার বাসিন্দা ফাতেমা কাজ করছেন খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে। ৩৫ বছর বয়সী এ নারী খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার ওপর নির্ভরশীল। দেশের ভেতর তো বটেই, দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি।

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। তখন তার আইনজীবীরা ফাতেমাকে সঙ্গে রাখার আবেদন করলে তা মঞ্জুর হয়। ছয় দিনের মাথায় সঙ্গী হিসেবে গৃহকর্মী ফাতেমাকে পাশে পান খালেদা জিয়া। এরপর থেকেই তার সঙ্গে কেন্দ্রীয় কারাগারে প্রায় ২৫ মাস ছিলেন ফাতেমা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সব সময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেয়াসহ সব কাজই ফাতেমা করে থাকেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এ কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার ওপর নির্ভর করেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়