Apan Desh | আপন দেশ

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ৮ জানুয়ারি ২০২৫

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফের সঙ্গে ফেলানীর মা-বাবা ও ভাই।

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ফেলানীর পরিবারের দায়িত্ব নিয়েছেন এলজিইডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

১৪ বছর আগে ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুরে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে ফেলানীকে। হত্যার পর তার মরদেহ সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখে।

সেই ছবি তখন দেশ ছাপিয়ে দেশের বাইরের গণমাধ্যমে প্রচার হলে তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। যদিও এ ঘটনার কোনো বিচার আজও হয়নি।

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে বলা হয়, সীমান্তে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা ফেলানীর ভাই-বোনের পড়াশোনা ও কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পোস্টে দেয়া ছবিতে দেখা যায়, উপদেষ্টা আসিফের সঙ্গে ফেলানীর মা-বাবা ও ভাই উপস্থিত রয়েছেন।

এদিকে সীমান্ত হত্যার প্রতিবাদে মঙ্গলবার (০৭ জানুয়ারি) ফেলানীর মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে তার বাবা নূর ইসলাম এ হত্যার বিচারের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়