শাহবাগে তাদের বাধা দেয় পুলিশ।
বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ সদস্যদের মুক্তির দাবির পদযাত্রাটি পুলিশি বাধার মুখে পড়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করে বিডিআর পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ পর্যন্ত গেলে সেখানে তাদের বাধা দেয় পুলিশ। বর্তমানে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।
জানা যায়, আজ বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম আদালতে শুনানি রয়েছে বলে জানা গেছে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।