Apan Desh | আপন দেশ

১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশ সম্ভব না: উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৩১, ৯ জানুয়ারি ২০২৫

১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশ সম্ভব না: উপদেষ্টা মাহফুজ

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

ছাত্রদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেয়া সম্ভব না। খুব দেরি হবে না, আবার অতি বিলম্বও হবে না। জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, যারা গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের সাথেই আলোচনা করা হবে। সরকার ঘোষণাপত্র দেবে না, বরং তারা সবার ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদনা করবে।

তিনি বলেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ও গণঅভ্যুত্থানে অংশ নেয়া সকল দলের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে তা প্রদান করা হবে।

মাহফুজ আলম বলেন, সংবিধানের প্রশ্নে একটাই করনীয়, তা হলো ঐক্য। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার পর বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চান।

উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমত পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগণ নাগরিক সেবা পাচ্ছে না। তাই স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কার করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরই স্পষ্ট হবে কবে নির্বাচন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়