স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় পুনাক সভানেত্রী আফরোজা হেলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পুনাক অসহায় মানুষকে সাহাযোগিতা করে আসছে। আমরা তোমাদের পাশে থাকবো।
তিনি এতিমখানায় কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনার আশ্বাস দেন।
এ সময় পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কার্যনির্বাহী পরিষদের সভাপতি খাজা আলী মাদানী ও তত্ত্বাবধায়ক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পুনাক সভানেত্রী এতিমখানার ১৮০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।