Apan Desh | আপন দেশ

ট্রাক স্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে, পুড়লো ৬ ট্রাক

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:৫২, ১২ জানুয়ারি ২০২৫

ট্রাক স্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে, পুড়লো ৬ ট্রাক

ছবি : আপন দেশ

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাক স্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১২ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সেখানে প্রথম দুটি, পরে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে সে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। গ্যারেজটি আসলে একটি দোকান হিসেবে ব্যবহৃত হয়। আগুনের কারণে সেখানে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়