Apan Desh | আপন দেশ

সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত: প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৩, ১২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১০, ১২ জানুয়ারি ২০২৫

সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত: প্রণয় ভার্মা

ফাইল ছবি

সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতামূলক আচরণ চায় ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এমনটি জানিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বর্ডার ইস্যু নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন<<<>>> ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রণয় ভার্মা বলেন, আজ সচিবের সঙ্গে বৈঠকে ভারতের অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিতের যেই অঙ্গীকার সে বিষয়ে আলোচনা করেছি। নিরাপত্তার জন্য সীমান্তের বেড়া নির্মাণে দুদেশের বোঝাপড়ার বিষয়েও আমাদের আলোচনা হয়েছিল। এ ছাড়া সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনের যে চ্যালেঞ্জ তা নিয়েও কথা হয়েছে।

এ সময় সীমান্তে অপরাধ কমাতে সহযোগিতামূলক আচরণ বা ব্যবস্থা নেয়ার প্রত্যাশা করেন ভারতীয় হাইকমিশনার।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়