
ছবি: আপন দেশ
রাজধানীর হাজারীবাগ বাজারের ট্যানারির গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সময়লেগেছে প্রায় আড়াই ঘণ্টা।
১২টি ইউনিটের প্রচেষ্টায় শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক (গণমাধ্যম) মোহাম্মদ শাহজাহান সিকদার আগুন নিয়ন্ত্রণের তথ্য জানিয়েছেন।
এর আগে দুপুর ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এ বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি আরও জানান, চারতলা ভবনের চতুর্থ তলায় লেদারের গোডাউনে আগুন লেগেছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাযায়নি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।