Apan Desh | আপন দেশ

মিরপুরের বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৯, ২০ জানুয়ারি ২০২৫

মিরপুরের বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে

ছবি : আপন দেশ

রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে অবস্থিত বাটার শোরুমের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় সোমবার (২০ জানুয়ারি) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

জানা যায়, রোববার রাত ১১টা ৫৫ মিনিটে  রাজধানীর মিরপুর–৬ নম্বরে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১২ টা ২ মিনিটে। এরপর মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ৩ টি ইউনিট। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটে চেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মিরপুর ফায়ার স্টেশনের ৩টি, কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। নির্বাপণ কাজ এখনও চলমান রয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা নেই।

তিনি আরও জানান, প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। শ্বাস নিতে কষ্ট হয়েছে ফায়ার ফাইটারদের। ভবনটির নীচ তলায় বাটা শোরুমের দোকান ও ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়