ফাইল ছবি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে এ পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে উপপুলিশ কমিশনার পদমর্যাদার আটজন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন কর্মকর্তা রয়েছেন।
আদেশে আরও বলা হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।